উল্লেখ্য যে, গত বছর জানুয়ারি মাসে জমি জায়গা সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিলেন শিক্ষক সবুজ কান্তি মান্না। তারপরই, মামলার কারণে তাঁকে কিছুদিন জেলেও যেতে হয় বলে জানা গেছে। চাকরি থেকেও সাসপেন্ডেড বা বরখাস্ত হয়ে যান। এরপর, গত এক বছর ধরে মামলা চলে। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। হাইকোর্টের নির্দেশেই, বিষয়টি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে। সম্প্রতি, সেই শুনানিতে গ্রামবাসী, ওই স্কুলের অন্যান্য শিক্ষক এবং সবুজ কান্তি বাবু-কে ডাকা হয়। এরপরই, চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই সিদ্ধান্ত নেন, শিক্ষক সবুজ কান্তি মান্না-কে তাঁর চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে। সেই মতো, সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে চাকরিতে পুনর্বহাল হলেন ওই শিক্ষক। সোমবার চোখে আনন্দাশ্রু নিয়ে সবুজ কান্তি জানিয়েছেন, "ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারিয়েছিলাম। চেয়ারম্যান স্যারের মানবিকতায় তা ফিরে পেলাম প্রায় এক বছর পরে। ঈশ্বর ওনার মঙ্গল করুন, এটুকুই প্রার্থনা।" অন্যদিকে, চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই বললেন, "নিজের কর্তব্যটুকু করেছি শুধুমাত্র। মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ই তো আমাদের সকলের অনুপ্রেরণা।"
advertisement
Partha Mukherjee