শাল পাতার থালা প্রস্তুতকারকেরা জানান, "আগে থেকে অনেক কমে গেছে শাল পাতার থালার চাহিদা, ফলে বিক্রিও কমেছে। কারণ এখন অনেক সস্তায় বিভিন্ন ধরনের কাগজের পাতা বেরিয়ে গেছে বাজারে, যার ফলে মানুষ আর শাল পাতার থালা বাটি কিনছেন না। তাই শাল পাতার থালার ব্যবসা এখন প্রায় বন্ধের পথে। আমরা চাইবো, সরকার যাতে শাল পাতার থালা বিক্রির উপর জোর দেয়, তাহলে হয়তো শাল পাতার থালা বাটি তৈরির সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থান হবে।" অন্য দিকে মেদিনীপুরের এক পাতা থালা বাটি বিক্রেতা জানান, "মানুষ এখন আর পাতার থালা বাটি চাইছেন না। বিভিন্ন কোম্পানিগুলি অল্প টাকায় বিভিন্ন ডিজাইনের কাগজের থালা বাটি তৈরি করছে। দেখতে সুন্দর, দামও কম, তাই এইসব পাতা বেশি কিনছেন ক্রেতারা।"
advertisement
Location :
First Published :
February 15, 2022 10:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : রঙ বেরঙের নানা ডিজাইনের কাগজের থালায় ছেয়েছে বাজার, কদর কমেছে শাল পাতার থালার