বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আধ্যাপক ও প্রাবন্ধিক ড.সন্তোষ ঘোড়াই, শিক্ষাব্রতী বুদ্ধদেব ভট্টাচার্য, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, ছড়াকার বিদ্যূৎ পাল, প্রধান শিক্ষক এবং গল্পকার বিনোদ মন্ডল, বাচিক শিল্পী বিশ্বজিৎ কুন্ডু, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। উপস্থিত বিশিষ্ট জনেরা তাঁদের বক্তব্যে রঘুবংশ পত্রিকার প্রশংসার পাশাপাশি শ্রীবৃদ্ধি কামনা করেন। ডঃ সন্তোষ ঘোড়াই বলেন, "একটি ছোটো ভাইরাস যদি গোটা বিশ্বকে নাড়া দিতে পারে তাহলে ছোটো পত্রিকাও গোটা বিশ্বকে নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে"। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রাকেশ দাশ ও বিশ্বজিত কুন্ডু। সমগ্র আনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রীতা বেরা। অনুষ্ঠানে প্রকাশিত বইমেলা সংখ্যা উপস্থিত সমস্ত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
advertisement
Location :
First Published :
February 16, 2022 7:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : মেদিনীপুরের শ্যামসঙ্ঘ হলে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার উদ্যোগে অষ্টম বর্ষ বইমেলা সংখ্যা