TRENDING:

Paschim Medinipur: মসজিদের উরস উৎসবেই মেলে বিশেষ ধরনের মিষ্টি

Last Updated:

রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মানুষরা ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যায় এই বিশেষ ধরনের মিষ্টি,হালুয়া, পাপড়ি, মুসুরপাক, বরফি, মোরব্বা ইত্যাদি। তবে গত দুবছর করোনা পরিস্থিতির জেরে কমেছে বিক্রির পরিমাণ বলে জানিয়েছেন বিক্রেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: মেদিনীপুরের শতাধিক বছরের ঐতিহাসিক মেদিনীপুর জোড়া মসজিদ এর উরষ উৎসব উপলক্ষে জোড়া মসজিদ প্রাঙ্গণে কয়েকদিন ধরে চলে ভক্তের সমাগম সহকারে মেলা। যে মেলায় প্রতিবছরই পসরা সাজিয়ে বসে বিশেষ ধরনের মিষ্টি দোকানিরা। যে মিষ্টির সারাবছর আর দেখা মেলে না। তাই এই সব ধরনের মিষ্টি, হালুয়া, পাপড়ি, গাজরের হালুয়া, মুসুর পাক, মোরব্বা ইত্যাদি কিনতে ঢল নামে মানুষের। কারণ এই বিশেষ ধরনের মিষ্টি দোকানিরা আসেন বছরে একবার শুধুমাত্র এই উরস উৎসবে। উরসকে কেন্দ্র করে ৮/১০ দিন দোকান সাজিয়ে বসেন এইসব বিক্রেতারা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মানুষরা ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যায় এই বিশেষ ধরনের মিষ্টি,হালুয়া, পাপড়ি, মুসুরপাক, বরফি, মোরব্বা ইত্যাদি। তবে গত দুবছর করোনা পরিস্থিতির জেরে কমেছে বিক্রির পরিমাণ বলে জানিয়েছেন বিক্রেতারা।অন্যদিকে এই বিশেষ ধরনের মিষ্টি প্রস্তুতকারি কর্মীরাও জানালেন, অন্যান্য বছর যে পরিমাণ এই সমস্ত মিষ্টি তৈরী হয়, গত বছর দুয়েক সেই পরিমাণ মিষ্টি তৈরী হচ্ছেনা।
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: মসজিদের উরস উৎসবেই মেলে বিশেষ ধরনের মিষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল