মানুষের বিশ্বাস সবংয়ের এই সোমনাথ জিউ খুবই জাগ্রত। এখানে কেউ কোনো প্রার্থনা করলে তাঁর মনস্কামনা পূর্ণ করেন ভগবান শিব। পুজো কমিটির সদস্যরা জানান, বিভিন্ন জায়গা থেকে মন্দিরে ভক্তরা আসেন। সকাল থেকেই শয়ে শয়ে মানুষের সমাগম হয় এই মন্দিরে। পাশাপাশি মহিলাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই সোমনাথ জিউর মন্দিরে সকাল থেকেই শুরু হয় প্রসাদ বিতরণ। মন্দিরকে কেন্দ্র করেই এদিন সকাল থেকে সারি সারি মহিলা পুরুষ পুণ্যার্থীরা জল আনতে যায় প্রায় পাঁচ কিলোমিটার দূরে কেলঘাই নদীতে। নাচ গান সহযোগে জল আনতে যায় পুণ্যার্থীরা। এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে পুণ্যার্থীরা মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে প্রসাদ গ্রহন করে উপবাস ভাঙেন।
advertisement
Location :
First Published :
March 01, 2022 6:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সোমনাথ জিউর মন্দিরে মহা ধুমধামে পালিত হয় শিবরাত্রি