#পশ্চিম মেদিনীপুর- আগামী ২৭ শে ফেব্রুয়ারি তৃণমূলে ভোট দিয়ে যাবেন, তবে আগামী ৫ বছর সমান সমান বাদাম পাবেন।পৌর নির্বাচনের প্রচারে সায়নির মুখে বাদাম বাদাম। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার বনডাঙ্গা মাঠে পৌরসভার ১১টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। সায়নী ঘোষের পাশাপাশি ১১ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া ও ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্ব। এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে 'কাঁচা বাদাম' এর প্রসঙ্গ তুলে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আগামী ২৭ শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল চিহ্ন প্রতীকে ভোট দিন তবেই আগামী ৫ বছর 'সমান সমান বাদাম পাবেন'। পাশাপাশি এদিন জনসভা থেকে বিজেপি ও কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষও করেন তিনি।