স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ সুশান্ত দাস নামের ওই ব্যক্তি সাইকেলে করে কোনো কাজে যাচ্ছিলেন মেদিনীপুর সদর ব্লকের ৫ নং শিরোমণি অঞ্চলের স্রোতের ডাঙ্গা এলাকার দিকে। হঠাৎ দুপুর বারোটা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় হঠাৎই বাজ পড়লে ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়। বৃষ্টি থামার পর এলাকার লোকেরা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। অন্যদিকে, শুক্রবার সকাল থেকে চলা এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাজ পড়ে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায় ২-৩ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
advertisement
Partha Mukherjee