পর্যটকরা অনেকেই ঝাঁসির রানির ছবিকে রানি শিরোমণি'র ছবি ভেবে ভুল করছেন। তা আকছার ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি সরানোর অনুরোধ জানিয়ে জেলার প্রখ্যাত শিল্পী অচিন্ত মারিক জেলাশাসকের উদ্দেশ্যে চিঠি দিলেন।
পশ্চিম মেদিনীপুরঃ ঐতিহাসিক কর্ণগড় ইতিমধ্যেই নাম করেছে পর্যটন কেন্দ্র হিসেবে। খুব তাড়াতাড়ি খাতায়-কলমে পেতে চলেছে হেরিটেজ ও প্রত্নতাত্ত্বিক মর্যাদা। কিন্তু ঐতিহাসিক এই গড়ে রয়েছে রানি লক্ষ্মীবাঈ-এর প্রতিকৃতি। সেই সঙ্গে টিকিট কাউন্টারের চার্ট বোর্ডে রয়েছে রানি লক্ষ্মীবাঈ- এর প্রতিকৃতি। রানি শিরোমণি'র ঐতিহ্য পূর্ণ গড়কে গ্লোরিফাই করতে ছবি দেওয়া হয়েছে রানি শিরোমণি'র। রাজা অজিত সিংহের দ্বিতীয় স্ত্রীয়ের প্রামাণ্য কোনো ছবি নেই। রানি লক্ষ্মীবাঈ এর প্রায় 62 বছর আগে ছিলেন রানি শিরোমণি।পর্যটকরা অনেকেই ঝাঁসির রানির ছবিকে রানি শিরোমণি'র ছবি ভেবে ভুল করছেন। তা আকছার ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি সরানোর অনুরোধ জানিয়ে জেলার প্রখ্যাত শিল্পী অচিন্ত মারিক জেলাশাসকের উদ্দেশ্যে চিঠি দিলেন। বর্তমান গড়ে লক্ষ্মীবাঈ এর যে ছবি তা রয়েছে চিত্রবলী ওয়েবসাইটে। এ সম্বন্ধে রয়েছে সম্পূর্ণ তথ্য। ঐতিহাসিক কর্ণগড়ের রানি শিরোমনি গড়ে ঝাঁসির রানির ছবি, আসলে দুই রানির'ই মর্যাদা ক্ষুণ্ন করছে বলে মত অচিন্ত মারিক মহাশয়ের। তবে তিনি মনে করেন, এই কাজ সরাসরি কোনও দফতরের নয়। ভুল তথ্য দিয়েছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি। এ বিষয়ে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিনীত অনুরোধ জানিয়েছেন ছবিটি সরিয়ে ফেলার। তাঁকে সমর্থন করেছে রানি শিরোমণি ঐক্য মঞ্চ।