প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বতন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী'র পর দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু। গত ৬ জুলাই (২০২১), তাঁকে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হয় ৬ জানুয়ারি (২০২২)। তবে, মেয়াদ শেষ হওয়ার আগের দিনই (৫ জানুয়ারি), আরও ১ বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয় উচ্চ শিক্ষা দফতরের তরফে (Vidyasagar University)। ২০২৩ এর ৬ জানুয়ারি অবধি, অথবা নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে অবধি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন শিবাজী প্রতিম বসু। এই বিষয়ে তিনি জানান, "আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর-কে। পশ্চিম মেদিনীপুর জেলার এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য এবং সগৌরবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চলতে থাকবে। প্রতি মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, আধিকারিক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের সহযোগিতা পেয়ে এসেছি। আশা করছি ভবিষ্যতেও তাঁরা পাশে থাকবেন"।
advertisement
Partha Mukherjee