তিনি বলেন, "সমাজের সর্বস্তরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী যা কিছু করেছেন, শুধু সেই বার্তাটুকু তুলে ধরুন। অনেকেই ভেবেছিলেন অতিমারী পর্বে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যাবে, টাকা কেটে নেওয়া হবে, তা কিন্তু হয়নি। এবার, আপনারাও মুখ্যমন্ত্রীর প্রার্থীদের জেতাতে মাঠে নেমে পড়ুন। আমিও আমার কাজের পর প্রচার করব।" অন্যদিকে, এই সভায় উপস্থিত জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, "আপনারা শিক্ষক। সমাজ আপনাদের সম্মান দেয়, মেনে চলে। তাই, মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর জনমুখী প্রকল্পগুলির কথা আপনারা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। কেন দেশের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তৃণমূল প্রার্থীদেরই জেতাতে হবে সেই কথা তুলে ধরুন। স্কুলের পর, অবসর সময়ে আপনারা তৃণমূল প্রার্থীদের হয়ে আওয়াজ তুলুন। কারণ, শিক্ষকরাই সমাজকে সঠিক পথে চালনা করতে পারে। যেভাবে এই সরকার প্রতিটি মানুষের জন্য কাজ করে চলেছে, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাই সর্বাধিক উপযুক্ত। তাই, স্কুলে পড়ানোর পাশাপাশি, বাড়ির পাশে, পাড়ায় পাড়ায় আপনারা সেই দায়িত্ব পালন করুন আজ থেকেই।" এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক অজিত মাইতি, কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র প্রমুখ।
advertisement