প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৭০/৭২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। যার মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে আলু লাগানো হয়েছিল, যার বেশির ভাগই প্রায় ১৫ হাজার হেক্টর জমির আলু গতবারের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো বলে জানা গেছে জেলা কৃষি অধিকর্তা দপ্তর সুত্রে। আবহাওয়ার খামখেয়ালীপনায় বহু চাষী প্রথম পর্যায়ে জমিতে আলু লাগায়নি। পরে আবহাওয়া অনুকূল হওয়ায় বেশির ভাগ চাষী তাদের জমিতে আলু লাগিয়েছে। কিন্তু আবারও প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলার আলু চাষীদের।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের আলু চাষী রামপদ মাহাত, বিকাশ চন্দ্র রায় জানান, গতবারের আলু চাষে ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এখনও মেলেনি, তারপর আবারও যদি ক্ষতির মুখে পড়তে হয়, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ খোলা থাকবেনা।