#পশ্চিম মেদিনীপুর- এবার তৃণমূলের দলীয় প্রতীক সহ কংগ্রেস থেকে আগত তৃণমূল মহিলা কর্মী মান্তু আহমেদের নাম দিয়ে মেদিনীপুর পুরসভার ২ নং ওয়ার্ডে পড়লো পোস্টার। যা নিয়ে আবারও শুরু হলো রাজনৈতিক জল্পনা। এর আগে খড়্গপুর পুরসভার ১ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ন্তী সিং এর নাম দিয়ে দেওয়াল লিখন হওয়ায়, জেলা তৃণমূল নেতৃত্বের নির্দেশে তা তড়িঘড়ি মুছে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডে আবারও ঘটলো একই ঘটনা। যদিও মান্তু আহমেদের প্রতিক্রিয়া, তিনি জানেনই না কে বা কারা এই কাজ করেছে রাতের অন্ধকারে। তিনি বিষয়টি দলের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রসঙ্গত, এখনও মেদিনীপুর খড়্গপুর পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তার আগেই বারবার এই ধরনের ঘটনায়, প্রশ্নের মুখে জেলা তৃণমূল নেতৃত্ব।