মূলত সাধারণ ভোটাররা কোনো রকম ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার সমস্ত ব্যবস্থা করবে পুলিশ। অবাধ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন করার বিষয়ে পুলিশ সচেষ্ট এবং তার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।অন্যদিকে পুলিশ সুপারের সাংবাদিক বৈঠকের পরেই আরও তৎপরতা দেখা গেল পুলিশের ভূমিকায়। পৌরসভার নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌর এলাকার প্রবেশ পথ গুলোতে নাকা তল্লাশী শুরু করলো জেলা পুলিশ। পাশাপাশি নাগরিকদের মধ্যে ভয়ভীতি আতঙ্ক কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এলাকা এলাকায় চলছে পুলিশের রুটমার্চ। মেদিনীপুর শহরের প্রবেশ পথ ধর্মায় শহরে প্রবেশের সময় গাড়ি থামিয়ে চলছে তল্লাশী। পাশাপাশি শহরের অলিগলিতে চলছে দফায় দফায় পুলিশি টহল। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি কাটিয়ে ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছে।
advertisement