স্থানীয় সূত্রে জানা গেছে, ভীমপুর বাজারে অবস্থিত একটি ব্যাঙ্কে নিজের কাজ সেরে ওই প্রৌঢ় রাজ্য সড়ক পেরোচ্ছিলেন। সেই সময়ই একটি বেপরোয়া গতির পিকাপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়! ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনীন্দ্র নাথ মাহাতো নামে ওই বৃদ্ধ। তাঁর বাড়ি ভীমপুর সংলগ্ন কয়মা এলাকায় বলে জানা গেছে। এদিকে, পিকাপ ভ্যানটি খালি ছিল এবং তা অত্যন্ত দ্রুত গতিতে পিড়াকাটা থেকে লালগড় অভিমুখে যাচ্ছিল বলে জানা গেছে। এরপরই, স্থানীয় জনতা ওই পিকআপ ভ্যানটিকে আটক করে। স্থানীয়দের দাবি, যে সমস্ত এলাকায় গাড়ি গতিবেগ বেশি থাকে, সেইসব এলাকার রাস্তায় বাম্প বসানোর ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে। খবর পেয়েই পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। চালকসহ পিকআপ ভ্যানটিকে আটক করে নিয়ে আসা হয়েছে পিড়াকাটা পুলিশ পোস্টে। শিবরাত্রির দিন আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
Partha Mukherjee