TRENDING:

Minor girl kidnapped : অপহরণের পর এক মাস কেটে গেলেও নেপুরার নাবালিকা ছাত্রীর হদিশ পেল না গুড়গুড়িপাল থানার পুলিশ

Last Updated:

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঐ নাবালিকা ছাত্রীর খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- এক নাবালিকা কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ গ্রামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার এক মাস কেটে গেলেও নাবালিকা ওই কলেজ ছাত্রীর হদিশ পেতে পারল না পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার নেপুরা গ্রামে। ওই গ্রামের সুব্রত ঘোষ নামে এক ব্যক্তির নাবালিকা মেয়েকে গত ২ রা ফেব্রুয়ারি অপহরণ করে নিয়ে পালায় প্রতিবেশী বরুণ চৌধুরীর ছেলে সূর্যকান্ত চৌধুরী। বিষয়টি জানতে পেরে গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ছেলের বাবাকে গ্রেফতার করে পুলিশ। তবে ১ মাস ৩ দিন কেটে যাবার পরেও নাবালিকা মেয়ের হদিশ করতে পারছে না পুলিশ। বারবার পুলিশের দ্বারস্থ হয়েও মেয়ের খোঁজ না মেলায় দুশ্চিন্তার প্রহর গুনছে নাবালিকার কলেজ ছাত্রীর পরিবার। নাবালিকা কলেজ ছাত্রীর বাবার আরও অভিযোগ, "গুড়গুড়িপাল থানার পুলিশকে সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করার পরেও আজ (শনিবার) পর্যন্ত মেয়ের কোনো হদিশ পেলাম না। ইতিমধ্যে বিষয়টি অভিযোগ আকারে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে চিঠি পোস্ট করা হয়েছে পরিবারের তরফে।"
advertisement

যেখানে নিখোঁজ নাবালিকা মেয়েকে উদ্ধার করা এবং নাবালিকা ছাত্রীর পরিবারের পাশে থাকা পুলিশের দায়িত্ব, সেখানে সেই পরিবারের প্রতি পুলিশের দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। নাবালিকা ছাত্রীর মায়ের অভিযোগ, গুড়গুড়িপাল থানার এক পুলিশ অফিসার তার বাড়িতে এক সিভিক পুলিশকে পাঠিয়ে কু মন্তব্য করে। পুলিশের এহেন আচরণে আবারও একবার সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঐ নাবালিকা ছাত্রীর খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Minor girl kidnapped : অপহরণের পর এক মাস কেটে গেলেও নেপুরার নাবালিকা ছাত্রীর হদিশ পেল না গুড়গুড়িপাল থানার পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল