#পশ্চিম মেদিনীপুর- মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সোমবার থেকে মেদিনীপুর পৌর এলাকার চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলো ফিজিওথেরাপি পরিষেবা। পৌরসভার প্রশাসক সৌমেন খান জানান, এলাকার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে প্রতিদিনই শতাধিক মানুষ আসেন বিভিন্ন চিকিৎসার জন্য, অনেকেরই দাবি ছিল, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ফিজিওথেরাপির ব্যবস্থা করা হলে পৌর এলাকার বহু মানুষ উপকৃত হবেন। পৌর এলাকার মানুষের দাবি মেনে সোমবার থেকে পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ফিজিওথেরাপি পরিষেবার সূচনা করা হলো। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ গোলক বিহারী মাঝি, প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।