TRENDING:

Paschim Medinipur: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পট এঁকে গান

Last Updated:

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পটের ছবি এঁকে গান বানালো পিংলার নয়ার পটুয়ারা।গান গেয়ে দুই দেশকে শান্তির বার্তা দিতে চাইছে পিংলার পটুয়া মধু চিত্রকর। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই পিংলার পটুয়া মধু চিত্রকর এবং তার পরিবারের সদস্যরা পটের ছবি এঁকে গান বানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পটের ছবি এঁকে গান বানালো পিংলার নয়ার পটুয়ারা।গান গেয়ে দুই দেশকে শান্তির বার্তা দিতে চাইছে পিংলার পটুয়া মধু চিত্রকর। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই পিংলার পটুয়া মধু চিত্রকর এবং তার পরিবারের সদস্যরা পটের ছবি এঁকে গান বানিয়েছেন। গান তৈরী করেছেন মধু চিত্রকরের কন্যা সন্ধ্যা চিত্রকর।এবং সঙ্গে যোগ দিয়েছেন মধু চিত্রকরের স্ত্রী হাজরা চিত্রকর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ নবম দিন। আজকেও বাড়ীর উঠোনে বসে পটের ছবি আঁকা চলছে। গানের মধ্য দিয়ে শান্তির বার্তা দিতে চায় তারা। যুদ্ধে দুই দেশের ক্ষতি হচ্ছে।ভারতীয় পড়ুয়ারা আটকে রয়েছে। সব মিলিয়ে একটা অশান্তি চলছে। সেই অশান্তির ছবি পটের মধ্যে তুলে ধরে শান্তির বার্তা দিতে চাইছে পিংলার নয়ার পটশিল্পীরা। প্রসঙ্গত গত কয়েক দিন ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনের। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার একের পর এক মিশাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের প্রধান শহর কিভ থেকে শুরু করে গোটা ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে ইউক্রেনে কর্মসূত্রে এবং শিক্ষা সূত্রে গোটা বিশ্ব থেকে বহু মানুষ গিয়েছেন। কিন্তু যুদ্ধের ফলে ইউক্রেনে আটকে রয়েছে হাজার হাজার মানুষ। কোনো রকমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে নিজেদের দেশে ফিরতে মরিয়া সেইসব মানুষেরা। বিভিন্ন দেশের মানুষকে দেশে ফেরাতে শুরু করেছে সেই সব দেশের সরকার।পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আবেদন নিবেদন জানানো শুরু হয়েছে যুদ্ধ বন্ধের।তারই মধ্যে পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র শিল্পীদের এই যুদ্ধ নয় শান্তির বার্তা শান্তির পক্ষে মানুষদের অনেকটাই উদ্বুদ্ধ করবে বলে আশা ওয়াকিবহাল মহলের।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পট এঁকে গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল