TRENDING:

প্রাণ গেল শিশুর, আহত আরও ৯ যাত্রী! ওড়িশাগামী বাসে বিধ্বংসী আগুন খড়্গপুরে

Last Updated:

পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে ওড়িশাগামী বাসটি যখন জাতীয় সড়ক ধরে খড়্গপুরের কাছে মাধবপুরে পৌঁছয়, তখনই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়্গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হল একটি শিশু৷ আহত হয়েেছন আরও ৯ জন যাত্রী৷ শুক্রবার রাতে কলকাতা থেকে ওড়িশার পারাদ্বীপ যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷
জাতীয় সড়কের উপরে জ্বলতে থাকে বাসটি৷ ছবি- সুজিত ভৌমিক
জাতীয় সড়কের উপরে জ্বলতে থাকে বাসটি৷ ছবি- সুজিত ভৌমিক
advertisement

পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বাসের সামনের দিকে ইঞ্জিনে আগুন লাগে৷ বাস থািময়ে দ্রুত যাত্রীদের নামানোর প্রক্রিয়া শুরু হয়৷ বাসটিতে সবমিলিয়ে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন৷ ফলে সময় মতো যাত্রীদের নামিয়ে না আনতে পারলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ছিল৷

যাত্রীদের নামানোর পরই বাসে থাকা একটি শিশুর খোঁজ মিলছিল না৷ পরে বাসের ভিতর থেকেই শিশুটির মৃতদেহ উদ্ধার হয়৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷

advertisement

আরও পড়ুন:হঠাৎ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল! ই মেল রাজ্যপালকে, কারণ ঘিরে জল্পনা

পুলিশ সূত্রে খবর, এ দিন রাতে ওড়িশাগামী বাসটি যখন জাতীয় সড়ক ধরে খড়্গপুরের কাছে মাধবপুরে পৌঁছয়, তখনই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ বাস থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেই বাস থামিয়ে দেন চালক৷ দ্রুত যাত্রীদের নেমে যেতে বলা হয়৷ কোনওক্রমে যাত্রীরা বাস থেকে নামতে না নামতেই আগুন গোটা বাসকে গ্রাস করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাসটির আগুন নিয়ন্ত্রণে আসার পর সেটিকে জাতীয় সড়কের উপর থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ৷ রাতেই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা৷

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
প্রাণ গেল শিশুর, আহত আরও ৯ যাত্রী! ওড়িশাগামী বাসে বিধ্বংসী আগুন খড়্গপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল