প্রসঙ্গত, 'স্বাধীনতার অমৃত মহোৎসব' এর অন্যতম কর্মসূচি হিসেবে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ-এর সহায়তায়, যুবকদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া এবং তাদের রক্তদানে উৎসাহিত করার উদ্দেশ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় (Vidyasagar University)। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ মূর্তি থেকে মশাল দৌড়ের মাধ্যমে মাঠে পৌঁছন পড়ুয়ারা। অতিমারি পর্ব কাটিয়ে মাঠে ফিরতে পেরে আনন্দ আর উৎসাহে ফেটে পড়েন তাঁরা! পড়ুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন, মেদিনীপুর সদরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শক্তিপদ মুর্মু। তিনি পড়ুয়াদের HIV ভাইরাস তথা AIDS এর বিষয়ে সচেতনতার বার্তা দেন। রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু ছাড়াও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য আধিকারিক পিয়ালি দাস, NSS এর কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি প্রমুখ।
advertisement
Partha Mukherjee