এদিকে, ১২ ঘণ্টার বনধ সফল করতে মেদিনীপুর শহরে মিছিল করলো জেলা বিজেপি। এদিন, তারা মিছিল করে এসে জেলা শহরের কালেক্টরেট মোড়ে মিনিট ২০-২৫ এর জন্য অবরোধ করে। নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহ সভাপতি সমিত দাস, জেলা সহ-সভাপতি অরূপ দাস, শুভজিৎ রায়, রমাপ্রসাদ গিরি, শঙ্কর গুছাইত সহ অন্যান্য নেতৃত্ব। এরপর, পুলিশের সঙ্গে শুরু হয় একপ্রস্থ 'নাটক'! রাস্তার উপর টানাহেঁচড়া, ধস্তাধস্তি চলে কিছুক্ষণ। অবশেষে, অবরোধ উঠে যায়। ফের মিছিল করে তারা জেলা পার্টি অফিসের দিকে চলে যায়। জেলা শহর মেদিনীপুর ছাড়াও খড়্গপুর শহর, ঘাটাল, নারায়নগড় সহ বিভিন্ন ব্লকেও পথ অবরোধ, বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি রাজ্য জুড়ে বনধ সফল করার লক্ষ্যে স্লোগানও দেওয়া হয়।
advertisement
Location :
First Published :
February 28, 2022 7:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বনধে জনজীবন স্বাভাবিক, কিন্তু ঝুঁকি নিলো না বেসরকারি বাস