প্রসঙ্গত, মেঘান পৃথিবীতে আসার চার মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন সোনালী! বিয়ের মাত্র মাস ছয়েকের মধ্যেই, যখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জাতীয় সড়কের উপর এক ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রাণ হাড়িয়েছিলেন তাঁর স্বামী তথা আনন্দপুর থানার পাচরা (লাগারডাঙা) গ্রামের বছর ৩৩ এর তরতাজা যুবক সৌমিত্র ঘোষ। তারপর থেকেই শুরু হয়েছে জীবনের সবথেকে কঠিন লড়াই! ২০১৯ এর ২৮ আগস্ট সোনালী'র উপর গুরুদায়িত্ব অর্পণ করে বিদায় নিয়েছেন সৌমিত্র। ২০১৯ এর ১৯ ডিসেম্বর পৃথিবীতে এসেছে মেঘান! রবিবার দুই পেরিয়ে তিনে পা দিল সে। তার জন্মদিনের খুশি ভাগ করে নিতেই, শহরের রেল কলোনীর প্রান্তিক শিশুদের সঙ্গে বনভোজনের আয়োজন করেছিলেন সোনালী (West Medinipur)। শুধু বনভোজন নয়, কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হল উপহার (টুপি), কেক, চটলেট প্রভৃতি।
advertisement
Partha Mukherjee