উল্লেখ্য, ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই দল থেকে বহিষ্কার করা হয় মনোজ-কে। এবার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসলেন সুনীতি দেবী। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অন্তরা সাহা পেয়েছেন ৩৮৪ ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী সুনীতি হালদার পেয়েছেন ৪৬১টি ভোট। জয়ের পর চওড়া হাসি হেসে সুনীতি দেবী বললেন, "অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জিতেছি। খুবই খুশি। ধন্যবাদ জানাব ওয়ার্ডের বাসিন্দাদের আমার পাশে থাকার জন্য। আমিও এলাকাবাসীর পাশে থাকব।" সব শেষে ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার বিজয়ী তৃণমূল প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে বিজয় মিছিল করে ভোটারদের ধন্যবাদ জানান।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
Mar 02, 2022 10:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ছেলেকে বহিষ্কার করেছিল দল, 'নির্দল' হয়ে জিতে সম্মান রক্ষা মায়ের
