#পশ্চিম মেদিনীপুর- হুলিয়া জারি করে মাওবাদী নেতা আকাশ ( অসীম মন্ডল) এর বাড়িতে আসলো ঝাড়খণ্ড পুলিশ। আজ ঝাড়খন্ডের জামশেদপুর জেলার পাটমদা থানার দুই পুলিশ কর্মী আদালতের নির্দেশে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ফুলচক গ্রামের মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মন্ডল এর বাড়িতে আসলেন ঝাড়খন্ড পুলিশের দুই সদস্যের এক প্রতিনিধি দল। এদিন তারা অসীম মন্ডল এর বাড়ি ও গ্রামের জনবহুল এলাকায় দুইটি নোটিশ জারি করেন। তাতে লেখা এক মাসের মধ্যে আকাশ আত্মসমর্পণ না করলে তার সম্পত্তি ক্রোক করা হবে। এমনকি আকাশের খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কৃত করা হবে।