এর পাশাপাশি জেলার সমস্ত থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বলে জানিয়েছেন পুলিশ সুপার দিনেশ কুমার। প্রসঙ্গত, জেলা জুড়ে বিভিন্ন থানায় রয়েছে মহিলা পুলিশ কর্মী। বিভিন্ন স্থানে নিরাপত্তার ক্ষেত্রে, মহিলা পুলিশ কর্মীদের ডিউটি করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সেইসব এলাকায় আশেপাশে থাকে না শৌচালয়, ফলে বিশেষত মহিলাদের ডিউটি করার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই মোবাইল টয়লেট চালু হয়ে মহিলা পুলিশ কর্মীদের অনেকখানি সুবিধা হবে বলে মনে করছেন জেলার মহিলা পুলিশ কর্মীরা।
advertisement
Location :
First Published :
March 09, 2022 7:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মহিলা পুলিশ কর্মীদের জন্য জেলা জুড়ে চালু হলো মোবাইল বায়ো টয়লেট এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন