পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত পৌরসভা গুলির মতোই প্রচারের ঝড় উঠেছে মেদিনীপুর পৌরসভার সমস্ত ওয়ার্ড এলাকায়। সকাল থেকে মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ড এর তৃণমূল প্রার্থীদের নিয়ে শহরের অলিগলি চষে বেড়াচ্ছে স্থানীয় বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া, সঙ্গে জেলার দুই কো অর্ডিনেটর মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া এবং বিধায়ক অজিত মাইতি সহ শহর ও জেলা নেতৃবৃন্দ। শাসক দল তৃণমূলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। এক দলের প্রার্থী অন্য দলের প্রার্থীকে টক্কর দিয়ে জোর কদমে সারছেন ভোটের প্রচার। প্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আগামী ২৭ ফেব্রুয়ারি EVM এ ভোটদানের মাধ্যমে নির্ধারিত হবে মেদিনীপুর পুরসভার শতাধিক প্রার্থীর মধ্যে ২৫ টি ওয়ার্ডের ২৫ জনের ভাগ্য।
advertisement