TRENDING:

Municipality Election: মেদিনীপুরে শাসক দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে এবার অভিনেত্রী বিধায়ক জুন মালিয়ার সঙ্গে অভিনেত্রী পল্লবী শর্মা

Last Updated:

শাসক দল তৃণমূলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। এক দলের প্রার্থী অন্য দলের প্রার্থীকে টক্কর দিয়ে জোর কদমে সারছেন ভোটের প্রচার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পৌরসভায় নির্বাচন আগামী ২৭ শে ফেব্রুয়ারি। তাই ভোটের দিন যত এগিয়ে আসছে, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার ততই বাড়ছে। বিশেষ করে শাসক দল তৃণমূল প্রার্থীরাও পিছিয়ে থাকতে চাইছে না নির্বাচনী প্রচারের ময়দানে। তাই দলের অভিনেত্রী বিধায়কদের পাশাপাশি বিভিন্ন টিভি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী রাও নেমে পড়েছেন শাসক দলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে। শুক্রবার দুপুর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত মেদিনীপুর পৌর এলাকায় রোড শো এর মাধ্যমে প্রচার চালালেন অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া ও টিভি সিরিয়াল 'কে আপন কে পর'-এর জবা ওরফে পল্লবী শর্মা।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত পৌরসভা গুলির মতোই প্রচারের ঝড় উঠেছে মেদিনীপুর পৌরসভার সমস্ত ওয়ার্ড এলাকায়। সকাল থেকে মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ড এর তৃণমূল প্রার্থীদের নিয়ে শহরের অলিগলি চষে বেড়াচ্ছে স্থানীয় বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া, সঙ্গে জেলার দুই কো অর্ডিনেটর মন্ত্রী মানষ রঞ্জন ভুঁইয়া এবং বিধায়ক অজিত মাইতি সহ শহর ও জেলা নেতৃবৃন্দ। শাসক দল তৃণমূলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। এক দলের প্রার্থী অন্য দলের প্রার্থীকে টক্কর দিয়ে জোর কদমে সারছেন ভোটের প্রচার। প্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আগামী ২৭ ফেব্রুয়ারি EVM এ ভোটদানের মাধ্যমে নির্ধারিত হবে মেদিনীপুর পুরসভার শতাধিক প্রার্থীর মধ্যে ২৫ টি ওয়ার্ডের ২৫ জনের ভাগ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Municipality Election: মেদিনীপুরে শাসক দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে এবার অভিনেত্রী বিধায়ক জুন মালিয়ার সঙ্গে অভিনেত্রী পল্লবী শর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল