অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর মহকুমা হাসপাতালের পর সংক্রমিত হলেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সম্রাট রায় চৌধুরী। এছাড়াও, ঘাটাল মহকুমা হাসপাতালের আরও ১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। আগেই সংক্রমিত হয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন সহ একাধিক স্বাস্থ্যকর্মী। গত চব্বিশ ঘণ্টায় পুনরায় সংক্রমিত মেদিনীপুর মেডিক্যাল কলেজের একাধিক জুনিয়র চিকিৎসক। এছাড়াও, সংক্রমিত খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সংক্রমিত শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক সহকারী সুপার ডাঃ গীতা মুর্মু সহ একাধিক নার্স ও স্বাস্থ্যকর্মী (West Medinipur Corona)। গত চব্বিশ ঘণ্টায় জেলাজুড়ে ২০৪ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে।
advertisement
Partha Mukherjee