TRENDING:

Kharagpur IIT Covid Update: প্রবল সংক্রমণের মুখে IIT খড়্গপুরে মাইক্রো কনটেনমেন্ট জোন! মেদিনীপুর-খড়্গপুরের পর সংক্রমিত ঘাটাল হাসপাতালের সুপার।

Last Updated:

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর মহাকুমা হাসপাতালের পর সংক্রমিত হলেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সম্রাট রায় চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- প্রবল সংক্রমণের মুখে IIT খড়্গপুরে মাইক্রো কনটেনমেন্ট জোন! মেদিনীপুর-খড়্গপুরের পর সংক্রমিত ঘাটাল হাসপাতালের সুপার, শালবনীর সহকারী সুপার। গত ৭ দিনে শুধুমাত্র আইআইটি খড়্গপুরেই ১৫০ পেরিয়ে গেছে সংক্রমণ (Kharagpur IIT Covid)! প্রবল সংক্রমণের মুখে তাই IIT খড়্গপুরের টেক মার্কেট মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে আগামী ৭ দিনের জন্য। আজ থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের 'টেক মার্কেট' এলাকাটিকে মাইক্রো কনটেনমেন্ট ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে দোকানপাট, বাজার। শুধুমাত্র ৫০ শতাংশ জরুরি পরিষেবা চালু থাকবে রাত্রি ১০ টা অবধি। ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে খড়্গপুর আইআইটি (IIT) তে প্রবেশের সময় কোভিড বিধিনিষেধ মানার উপর কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বলে আইআইটি সূত্রে জানা গেছে।
IIT খড়্গপুরে মাইক্রো কনটেইনমেন্ট জোন।
IIT খড়্গপুরে মাইক্রো কনটেইনমেন্ট জোন।
advertisement

অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর মহকুমা হাসপাতালের পর সংক্রমিত হলেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সম্রাট রায় চৌধুরী। এছাড়াও, ঘাটাল মহকুমা হাসপাতালের আরও ১০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। আগেই সংক্রমিত হয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন সহ একাধিক স্বাস্থ্যকর্মী। গত চব্বিশ ঘণ্টায় পুনরায় সংক্রমিত মেদিনীপুর মেডিক্যাল কলেজের একাধিক জুনিয়র চিকিৎসক। এছাড়াও, সংক্রমিত খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সংক্রমিত শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক সহকারী সুপার ডাঃ গীতা মুর্মু সহ একাধিক নার্স ও স্বাস্থ্যকর্মী (West Medinipur Corona)। গত চব্বিশ ঘণ্টায় জেলাজুড়ে ২০৪ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur IIT Covid Update: প্রবল সংক্রমণের মুখে IIT খড়্গপুরে মাইক্রো কনটেনমেন্ট জোন! মেদিনীপুর-খড়্গপুরের পর সংক্রমিত ঘাটাল হাসপাতালের সুপার।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল