অন্যদিকে, মাওবাদী নামাঙ্কিত পোস্টারে নাম থাকা স্থানীয় তৃণমূল নেতা পরিমল ধল জানান, "মাওবাদীদের নামে পোস্টার দিলেও এটা মাওবাদীদের কাজ বলে মনে হয় না। বিজেপির কিছু ছেলে এইসব করে বেড়াচ্ছে, যাদের কোনো কাজ নেই। এখানে ধমকে চমকে লোকসভা নির্বাচনের পরে বেশ কিছুদিন রাজ করেছিল।" ব্যক্তিগত আক্রোশের ফলেই দুই তৃণমূল নেতার নাম লেখা হয়েছে পোস্টারে বলে সাফ জানালেন এলাকার তৃণমূল নেতা পরিমল ধল। এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই। বনধের ডাক দিলেও এই পিড়াকাটা এলাকায় বনধ হবে না বলেই আশা প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল নেতা।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
Apr 27, 2022 7:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার শালবনীতে, ফের মিলল মাওবাদী নামাঙ্কিত পোস্টার