TRENDING:

West Medinipur News: খড়্গপুরের মোবাইল ছিনতাই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল পান্ডা

Last Updated:

সিসিটিভিতে রেকর্ড হওয়া মোবাইল ছিনতাই ঘটনায় যুক্ত একজন ধৃত। অভিযুক্তকে গ্রেফতার করা হয় মেদিনীপুর থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার ভরসন্ধ্যায় 'রেল শহর' খড়্গপুরের ইন্দা এলাকায় যে হাড়হিম করা ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল, ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই তার কিনারা করল খড়্গপুর টাউন থানার পুলিশ। মেদিনীপুর শহর থেকে গ্রেফতার করা হল মূল পান্ডা তথা ছিনতাইবাজকে। আটক করা হয়েছে, ছিনতাইয়ের সময় ব্যবহৃত নীল সাদা স্কুটারটিও। তার অপর সঙ্গীর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ঠিক সাতটা দশ নাগাদ দ্বাদশ শ্রেণির এক ছাত্রী'র মোবাইল ছিনতাইয়ের পর, বাধা দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইকে তুলে, কিছুদূর নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুই ছিনতাইবাজ। ব্যস্ততম ইন্দা এলাকায় OT Road এর উপর এই ঘটনায় একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল ছাত্রীটি! ঘটনায় ছড়িয়েছিল প্রবল আতঙ্ক। এরপর, ওই এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) হাতে পায় খড়্গপুর টাউন থানার পুলিশ। আর, তারপরই তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে, বুধবার রাতে, প্রধান দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিশাল পান্ডে। ২২ বছরের যুবক মেদিনীপুর শহরের আদালত সংলগ্ন কামারপাড়া এলাকার বাসিন্দা।
advertisement

বন্ধু'র জন্মদিনের পার্টিতে যোগ দিতে বেরিয়ে, ইন্দা এলাকারই বাসিন্দা, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী অন্যান্য বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন খড়্গপুর কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, ইন্দা OT রোডের পাশে। ওই ছাত্রীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে, রেল শহরের আর পাঁচটা ছিনতাইয়ের ঘটনার মতোই, সেই একই স্টাইলে বাইকে (স্কুটারে) চেপে দুই দুষ্কৃতী পৌঁছয়। এরপর, তাঁকে কিছু বুঝতে না দিয়েই তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্কুটির পেছনে বসে থাকা দুষ্কৃতী। বাধা দিতে যায় ছাত্রী। এরপর তাকে টেনে তুলে নিয়ে গিয়ে, প্রায় ৫০ মিটার দূরে একেবারে খড়্গপুর কলেজের সামনে ফেলে দিয়ে, খড়্গপুর শহরের দিকে পালায় দুষ্কৃতীরা। আহত ছাত্রীকে স্থানীয়রা তুলে নিয়ে আসেন এবং খবর দেন তাঁর বাড়িতে এবং খড়্গপুর টাউন থানায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে বুধবার রাতে জেলা শহর মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূল পান্ডাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: খড়্গপুরের মোবাইল ছিনতাই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল পান্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল