বন্ধু'র জন্মদিনের পার্টিতে যোগ দিতে বেরিয়ে, ইন্দা এলাকারই বাসিন্দা, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী অন্যান্য বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন খড়্গপুর কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, ইন্দা OT রোডের পাশে। ওই ছাত্রীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে, রেল শহরের আর পাঁচটা ছিনতাইয়ের ঘটনার মতোই, সেই একই স্টাইলে বাইকে (স্কুটারে) চেপে দুই দুষ্কৃতী পৌঁছয়। এরপর, তাঁকে কিছু বুঝতে না দিয়েই তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্কুটির পেছনে বসে থাকা দুষ্কৃতী। বাধা দিতে যায় ছাত্রী। এরপর তাকে টেনে তুলে নিয়ে গিয়ে, প্রায় ৫০ মিটার দূরে একেবারে খড়্গপুর কলেজের সামনে ফেলে দিয়ে, খড়্গপুর শহরের দিকে পালায় দুষ্কৃতীরা। আহত ছাত্রীকে স্থানীয়রা তুলে নিয়ে আসেন এবং খবর দেন তাঁর বাড়িতে এবং খড়্গপুর টাউন থানায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে বুধবার রাতে জেলা শহর মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয় ঘটনার মূল পান্ডাকে।
advertisement
Partha Mukherjee