TRENDING:

West Medinipur News: মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে লিটারারি মিট ২০২২

Last Updated:

মূলত গদ্য, কবিতা ও চলচ্চিত্র, এই তিনটি বিভাগে আলোচনা হলো আজকের মিটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- রবিবার মেদিনীপুরের তরুণ কবিদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা শহরের মেদিনীপুর মহাবিদ্যালয় বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হল মেদিনীপুর লিটারারি মিট ২২। মূলত গদ্য, কবিতা ও চলচ্চিত্র, এই তিনটি বিভাগে আলোচনা হলো আজকের মিটে । এছাড়াও ছিল সরাসরি প্রশ্নোত্তর পর্ব, কবিতা পাঠ এবং হলের বাইরে ছিল লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন, ছিল চকোলেটের স্টল, পিংলার হস্ত শিল্পের স্টল। অনুষ্ঠানের শুরুতে ছিল লিটারারি মিট থিম সং। গানটিতে তুলে ধরা হয়েছে ঐতিহাসিক গর্বের মেদিনীপুর শহরকে। মিট-২২এর এদিন উদ্বোধন করেন অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জী। জলের পাত্রে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও কবিতা নিয়ে আলোচনা করেন শিবাশিস মুখোপাধ্যায়, নির্মাল্য মুখোপাধ্যায়। গদ্য নিয়ে আলোচনা করেন অমর মিত্র, সব্যসাচী সরকার, জয়ন্ত দে। সিনেমা নিয়ে আলোচনা করেন অনিকেত চট্টোপাধ্যায়, দেবপ্রতীম দাশগুপ্ত, সুমন্ত সাহা। এছাড়াও উপস্থিত মিটের সম্পাদক অভিনন্দন মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সাঁতরা, নিস্বর্গ নির্যাস মাহাতো, অচিন্ত্য মারিক। ছিলেন লেখিকা রোশনারা খান, অনামিকা ত্রিপাঠি সাহা, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, কোলাজের কর্ণধার তাপস জানা, সাইকেলর্স ক্লাব এর কর্ণধার নবনীতা মিশ্র সহ অনন্যা বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে লিটারারি মিট ২০২২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল