মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত তৃণমূল সমর্থক লক্ষ্মীকান্ত কর্মকার। পেশা ছবি আঁকা, আর নেশা মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলিকে তুলে ধরা। লোকসভা, বিধানসভা বা পৌর নির্বাচন আসলেই লক্ষ্মীকান্ত কর্মকার প্রচারে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু লক্ষ্মীর কাছে সমস্ত নির্বাচনেই প্রার্থী হলো একজন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল পৌরসভা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন লক্ষ্মী। লক্ষ্য একটাই, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান জানানো। কিন্তু মেয়ে সেজে কেন প্রচার লক্ষ্মীর ? লক্ষ্মীর দাবি, মেয়ে সেজে এলাকায় মহিলা সংগঠনকে মজবুত করতে সে সামিল হয়েছে। আগামী ২৭ শে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার নির্বাচন। তাই বর্তমান পৌর ভোটেও বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পকে তুলে ধরার জন্যই তার এই সাজ। আর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের প্রচার করতে করতে লক্ষ্মীকান্ত কর্মকার বর্তমানে এলাকার মহিলাদের কাছে হয়ে উঠেছেন লক্ষ্মী দি।
advertisement