শতাধিক বছরের পুরানো এই মেদিনীপুর পৌরসভায় শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। পুরসভার মেয়াদ ২০১৮ সালে শেষ হওয়ার পরেও শাসক দল পুরসভায় প্রশাসক বসিয়ে পুর পরিষেবা পরিচালনা করেছে প্রায় সাড়ে তিন বছর। সাড়ে তিন বছরে একাধিক বার পৌর পরিষেবা থেকে মেদিনীপুর পৌরবাসী বঞ্চিত হচ?
মেদিনীপুর: আজ শুক্রবার মেদিনীপুর পৌরসভার নির্বাচনী প্রচারের শেষ দিন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ বিকেল পাঁচটার পর কোনরকম নির্বাচনী প্রচার করা যাবে না কোন রাজনৈতিক দলের প্রার্থী র। তাই শেষ দিনের প্রচারেও পিছিয়ে থাকতে চাইছেন না কোনো রাজনৈতিক দলের প্রার্থী এমনকি নির্দল প্রার্থীরা প্রচারের ময়দানে নেমে পড়েছেন। মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একদিকে যেমন প্রচারে ঝড় তুলেছেন শাসকদলের বিধায়িকা জুন মালিয়া, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা সহ বিভিন্ন বিধায়কেরা, তেমনি ময়দানে নেমে পড়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে সিরিয়াল অভিনেত্রী পায়েল। মেদিনীপুরের ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অনয় মাইতিও পিছিয়ে থাকতে চান না প্রচারের দিক দিয়ে। তিনিও শেষদিনের প্রচারে ঝড় তুললেন শহরে সুসজ্জিত মিছিল করে। অন্যদিকে CPIM প্রার্থীরাও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় মিছিল ও পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার সেরে ফেলছেন। সব মিলিয়ে প্রথম পর্ব শেষ হওয়ার পর শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার নির্বাচন প্রক্রিয়া। তাকিয়ে সাতটি পৌরসভার ১০৯ জন প্রার্থী। জনতা জনার্দন এই ১০৯ জন প্রার্থীর মধ্যে কাদের বেছে নেবে নিজেদের জনপ্রতিনিধি হিসেবে তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে ২ রা মার্চ পর্যন্ত। প্রসঙ্গত, শতাধিক বছরের পুরানো এই মেদিনীপুর পৌরসভায় শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। পুরসভার মেয়াদ ২০১৮ সালে শেষ হওয়ার পরেও শাসক দল পুরসভায় প্রশাসক বসিয়ে পুর পরিষেবা পরিচালনা করেছে প্রায় সাড়ে তিন বছর। সাড়ে তিন বছরে একাধিক বার পৌর পরিষেবা থেকে মেদিনীপুর পৌরবাসী বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলন করেছেন বিরোধী দলগুলি। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে মেদিনীপুর পৌরসভার নির্বাচন হতে চলেছে আগামী ২৭ শে ফেব্রুয়ারী।