উল্লেখ্য যে, ভোটের উত্তাপে রেলনগরী খড়্গপুরে এখন টানটান উত্তেজনা। জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সেই সময়ই একেবারে ভরদুপুরে ঘটে যায় এই দুর্ঘটনা! তবে, ওই সময় কোনো ট্রেন না থাকায়, লেভেল ক্রসিং খোলা ছিল। ফলে, বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। তবে, বিশাল মাপের ওই গাছটি পড়ে যাওয়ার কারণে, গিরি ময়দান স্টেশন থেকে নিমপুরা (বিগবাজার) যাওয়ার রাস্তা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যায়! এরপরই, খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্রী রাও ও তৃণমূল প্রার্থী পূজা নাইডু।
advertisement
দুই দলের কর্মী সমর্থকরা এবং রেল পুলিশ এবং স্থানীয় খড়গপুর টাউন থানার তৎপরতায় রাস্তা থেকে পড়ে যাওয়া গাছ সরানো হয়। হাতে হাত মিলিয়ে কাজ করার এই নজিরবিহীন ছবি ধরা পড়ে ভোটের উত্তাপে টগবগ করে ফুটতে থাকা রেল শহরে। তবে, এসবের মধ্যেও নিজেদের স্লোগান দিতে ভুলে যাননি দুই দলের সমর্থকরা! রাস্তা পরিষ্কার করার সময় একযোগে স্লোগান ওঠে 'জয় বাংলা' আর 'জয় শ্রীরাম'।