তবে, বিদ্যাসাগরের মেদিনীপুর হলেও, বইয়ের প্রতি আগ্রহ আর ক'জনের! সেজন্যই তো রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, "বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন!" স্বাভাবিকভাবেই, ঘাটালের এই কথা ও ক্যাফের কর্ণধার ইন্দ্রনীল বললেন, "বইপ্রেমী কিছু মানুষ খুশি হলেও, কফি খেতে আসা অধিকাংশজন বইমুখী হচ্ছেন না"! তাঁরা আসছেন, ক্যাফের ভালো ছবি দেখে সেলফি তুলছেন, কফি খাচ্ছেন আর মোবাইল ঘেঁটে বেরিয়ে যাচ্ছেন (West Medinipur News)। তাই, উদ্যোক্তার আক্ষেপ থেকেই যাচ্ছে! তবে, ইন্দ্রনীলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মেদিনীপুর তথা ঘাটালের সচেতন নাগরিকরা। তাঁরা বলছেন, ইন্দ্রনীলের এই উদ্যোগে যদি একজন মানুষও, যৎসামান্য হলেও বইয়ের প্রতি আগ্রহী হয়, সেখানেই তো এই অভিনব ভাবনার স্বার্থকতা। আর, বিদ্যাসাগরের ঘাটাল দিয়ে যে উদ্যোগের সূচনা হল, আগামীদিনে তা যে জেলাশহর মেদিনীপুর, খড়্গপুর, বেলদা, দাঁতনেও ছড়িয়ে পড়বেনা, তা-ই বা কে বলতে পারে!
advertisement
Partha Mukherjee