কার্যত এই প্রথম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নজির গড়লো (West Medinipur News)। এর আগে, চাকরিতে যোগ দেওয়ার অন্তত ৩-৪ মাস পর প্রথম বেতন চালু হত। কিন্তু, এই প্রথম যে মাসে নিয়োগ, সেই মাসেই বেতন চালু হয়ে গেল শিক্ষক-শিক্ষিকাদের। এই জন্য তাঁরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয়ী-কে। এক শিক্ষিকা বলেই ফেললেন, "এত দিন অবধি শুনে এসেছিলাম, বেতন শুরু হতে হতে তিন-চার মাস। আমি ১৩ ডিসেম্বর জয়েন করেছিলাম। ৩০ ডিসেম্বর আমার বেতন চালু হয়ে গেল। বিভিন্ন জেলার অনেক বন্ধু-বান্ধবদের কাছে শুনছি, তাঁদের এখনও বেতন চালু হয়নি। কাজেই ভালো তো লাগছেই। জীবনের প্রথম বেতন পেয়ে খুব খুশি। ধন্যবাদ জানাই চেয়ারম্যান স্যারকে"।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
January 07, 2022 8:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: শিক্ষকতায় যোগদানের মাসেই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের হাতে বেতন তুলে দিয়ে নজির পশ্চিম মেদিনীপুর DPSC র