সর্বভারতীয় সূত্রে জানা গিয়েছে, এই কোর্সের মাধ্যমে ব্লকচেন টেকনোলোজির বেসিক ডিজাইন প্রিন্সিপ্যাল ও বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহারের বিষয়গুলি পড়ানো হবে। এই কোর্সের মাধ্যমে ব্লকচেন অ্যাপ্লিকেশন সেট-আপ করাও টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো হবে পড়ুয়াদের। এই কাজের জন্য অনুমতিবিহীন জনপ্রিয় ব্লকচেন প্ল্যাটফর্ম Ethereum ব্যবহার করা হবে। এছাড়াও, Hyperledger-এর মতো একটি অনুমতি সাপেক্ষ ব্লকচেন প্ল্যাটফর্মেও কাজ করা শেখানো হবে পড়ুয়াদের। জানা গেছে, এই কোর্সের জন্য কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট দু'জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে। একজন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এবং অন্যজন অধ্যাপক শমিক সুরাল। এই কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য পড়ুয়াদের কম্পিউটারের উপর ন্যূনতম জ্ঞান (Basic Knowledge) থাকা আবশ্যক, যেমন- কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিওরিটির মতো বিষয়।
advertisement
আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই কোর্স। যে সকল পড়ুয়ারা এই কোর্স করতে ইচ্ছুক, তাঁদের আগামী ৩১ জানুয়ারি ২০২২-এর মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এই কোর্সের জন্য কোনও ফি নেওয়া হবে না বলেই জানিয়েছে আইআইটি খড়গপুর। কিন্তু, যে সকল পড়ুয়ারা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ও National Programme on Technology Enhanced Learning (NPTEL)-এর লোগো সমেত e-certificate গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের ২৩ এপ্রিল (২০২২) একটি পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে পড়ুয়াদের।