এবিষয়ে সংসদের যুক্তি, করোনা পরিস্থিতি কাটিয়ে প্রায় দু'বছর পর পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০২০ সালে। সেসময় মোট সেন্টারের সংখ্যা ছিল ২০৩০ টি।
মেদিনীপুর: আগামী ২ রা এপ্রিল থেকে শুরু হতে চলেছে এই শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠভাবে পরীক্ষা করাতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর এই প্রথম হোম সেন্টার হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। মেদিনীপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবিষয়ে সংসদের যুক্তি, করোনা পরিস্থিতি কাটিয়ে প্রায় দু'বছর পর পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০২০ সালে। সেসময় মোট সেন্টারের সংখ্যা ছিল ২০৩০ টি। এবছর তা প্রায় তিন গুণ বাড়ানো হয়েছে। এবছর মোট সেন্টারের সংখ্যা ৬৬২৭। আগামী দুই দিনের মধ্যে সমস্ত থানা গুলোতে প্রশ্নপত্র পৌঁছে যাবে। সেখান থেকে প্রশ্ন পত্র সংগ্রহ করার জন্য বলা হয়েছে প্রধান শিক্ষকদের। প্রশ্নপত্র নেওয়ার সময় পুলিশ এবং ডিএসসি (DSC) মেম্বারদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও আগামী ২৫ শে মার্চের মধ্যে পৌঁছে যাবে এডমিট কার্ড। সংসদের তরফে রাজ্য জুড়ে মোট ৫৬ টি কেন্দ্র করা হয়েছে। সেই সমস্ত কেন্দ্র থেকে স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এডমিট কার্ড সংগ্রহ করে স্কুলে নিয়ে আসতে পারবেন। তারপর সেই এডমিট কার্ড ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। এবছর পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকছে। তাছাড়াও পরীক্ষা শুরুর আগে থেকে অর্থাৎ সকাল সাড়ে সাতটা থেকে সমস্ত পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েনের জন্য জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের অনুরোধ করেছেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রশ্নপত্রের মোট চারটি সেট থাকছে। ছাত্র-ছাত্রীরা যাতে একে অপরের দেখে লিখতে না পারে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হবে দুপুর একটার সময়। ১২:৪৫ মিনিটের আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বের হতে পারবেন না পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা।বগটুইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ওই এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।