প্রথম ঘটনাটি, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৮ নম্বর অঞ্চলের নাকিন্দী গ্রামে ঘটে! স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত সাগর কুইল্যা পেশায় তামার জিনিসপত্র তৈরীর কারিগর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। তারপরই পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন! তারপরই পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকেরা ছুটে আসেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার লোকজন।
advertisement
ওই ব্যক্তিকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবংয়ের আন্দুলিয়া গ্রামের মৃত ওই গৃহবধূ (শিখা জানা) বাড়িতে একা থাকতেন। বুধবার সকালে হঠাৎই এলাকার বাসিন্দারা তাঁদের বাড়ির পিছনে আম গাছে ওই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন! এই ঘটনার খবর পেয়ে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করেছে। খুন নাকি আত্মহত্যা ঘটনা তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ১২ ঘণ্টার ব্যবধানে অস্বাভাবিক এই দুটি মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই সবংয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।