সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় গড়বেতা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্রী বর্ণালী মোবাইল ফোন নিয়েই সময় কাটাত। এ নিয়ে পরিবারের লোকেরা বোঝানো থেকে শুরু করে বকাঝকা করেছে আগেও। সামনেই বড় পরীক্ষা, তাও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেনি বর্ণালী! শুক্রবার বাবা-মায়ের কাছে ফের বকুনি খায় এই ছাত্রী। তারপরই বাড়ি ছেড়ে পালিয়ে আসে বর্ণালী। চন্দ্রকোনা রোড থানার পুলিশ আধিকারিকরা ওই মেয়েটিকে উদ্ধার করে শুক্রবার বাবা-মায়ের হাতে তুলে দেন। শনিবার সকাল ন'টার সময় বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে সে! তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনায় তদন্ত শুরু করেছে গরবেতা থানার পুলিশ। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য তার দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement