করোনা মহামারীর প্রথম পর্যায়ে কাজ চলাকালীন কর্নগড় গড়ের রাজাদের নাম স্মরণ রাখার জন্য ও এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানের দাবিতে অখিল ভারত ক্ষত্রীয় সমাজের তরফে তন্ময় সিংহ, শুভাশিস সিংহ প্রমুখেরা স্মারকলিপি দেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রশ্মি কোমলকে শালবনীর বিডিও সঞ্জয় মালাকারের মাধ্যমে। সঞ্জয় মালাকার প্রতিশ্রুতি দেন কটেজ গুলোর নাম রাজাদের নাম অনুসারে নামকরণের, নতুন গড়ের উদ্ধোধনের পর প্রশাসন কথা রাখায় খুশি অখিল ভারত ক্ষত্রিয় সমাজে। তবে সমাজের তরফে জেলাশাসক রশ্মি কোমল এবং প্রাক্তন বিডিও সঞ্জয় মালাকার কে ধন্যবাদ জানান। অখিল ভারত ক্ষত্রীয় সমাজ ও মন্দির কমিটির তরফে গড়ের মধ্যে সুইমিং পুল ও ক্যাফেটেরিয়া গঠনের প্রস্তাব নিয়ে ক্ষোভ আছে। শুভাশিস সিংহ জানান, তারা চান গড়ের বাইরের খালি জায়গায় ক্যাফেটেরিয়া হোক ও সুইমিং পুল পদ্মপুকুরের পরিবর্তে অন্যত্র হোক। রানী শিরোমনির স্মৃতিবিজড়িত পদ্মপুকুরের ঐতিহ্য রক্ষায় ও গড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধানের দাবিতে অখিল ভারত ক্ষত্রীয় সমাজের তরফে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে।
advertisement