স্কুলে প্রবেশ করতেই ক্ষুব্ধ অভিভাবকদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। কলার ধরে হেনস্থার পর ক্ষুব্ধ অভিভাবকদের তরফে একসময় চড়থাপ্পড় লাগাতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শ্রী শ্রী বালানন্দ প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে কোনো কিছু না জানিয়েই ক্লাসরুমে তালা দিয়ে দেওয়া হয় উচ্চবিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে। খুদে পড়ুয়াদের হেনস্থা করার জন্যই উচ্চবিদ্যালয়ের তরফে এমন ঘটনা ঘটানো হয় বলেও জানিয়েছেন শ্রী শ্রী বালানন্দ বিদ্যামন্দির কতৃপক্ষ। যদিও শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের দাবি, প্রাইমারি স্কুলের পড়ুয়াদের যে পরীক্ষা ছিল সে বিষয়টি তাঁর জানা ছিল না। এর ফলেই এমন সমস্যা তৈরি হয়। গোটা ঘটনাকে ঘিরে স্কুল ক্যাম্পাসে ছড়ায় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এবং এলাকার কাউন্সিলার থেকে পুরসভার পুরপ্রধান। সকলেই স্কুলের প্রধান শিক্ষকের এই অমানবিক কাজের নিন্দা করেন।
advertisement
Partha Mukherjee