TRENDING:

West Medinipur News : মেদিনীপুর পুরসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন ১১ জন তৃণমূল প্রার্থী, নেতৃত্বে ছিলেন বিধায়ক জুন মালিয়া

Last Updated:

মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদিনের মনোনয়নপত্র জমা দেবার আগে মেদিনীপুর শহরের ফেডারেশন হলে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদিনের মনোনয়নপত্র জমা দেবার আগে মেদিনীপুর শহরের ফেডারেশন হলে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়কা জুন মালিয়া। জুন মালিয়ার নেতৃত্বে এই এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেবার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুন মালিয়া বলেন, মেদিনীপুর পৌরসভার ২৫টির মধ্যে আজ টিম ইলেভেন মনোনয়নপত্র জমা দেবেন। এছাড়াও তিনি বলেন, "আমি মেদিনীপুরের বিধায়ক হিসেবে আমার এটা কর্তব্য, আমি চাই মেদিনীপুর শহর কে আরও সুন্দর করতে। এরা সবাই যোগ্য প্রার্থী আর মেদিনীপুর শহরে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ দিগন্ত উন্নয়ন তুলে ধরে বলেন যথেষ্ট আশাবাদী জেতার পক্ষে। প্রার্থী বিভ্রাটের প্রশ্ন করলে বিধায়িকা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রার্থী তালিকাই চূড়ান্ত যেটা পার্থ চট্টোপাধ্যায়ের ও সুব্রত বক্সী ঘোষণা করেছেন সেটাই ঠিক। এদিন হাতে বল নিয়ে খেলা হবে স্লোগান দিতে দিতে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান জুন মালিয়া।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : মেদিনীপুর পুরসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন ১১ জন তৃণমূল প্রার্থী, নেতৃত্বে ছিলেন বিধায়ক জুন মালিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল