TRENDING:

Paschim Medinipur: গরমের হাত থেকে রেহাই পেতে আম বাগানে রামলাল, ফগলু

Last Updated:

গত কয়েকদিনের প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ। সূর্য মধ্য গগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা রাখা দায় হয়ে উঠছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: গত কয়েকদিনের প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ। সূর্য মধ্য গগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা রাখা দায় হয়ে উঠছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তি। তার উপরে জঙ্গলে খাবারের আকাল। পাশাপাশি এক শ্রেণীর অসাধু মানুষের জঙ্গল থেকে কাঠ পাচার করতে জঙ্গলে আগুন লাগানো। ফলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। সর্বপরি এই বসন্তের মরশুমে জঙ্গলের শাল, সেগুন গাছের পাতা ঝরে পড়ায় জঙ্গল ফাঁকা হয়ে গেছে।এই অবস্থায় বন্যপ্রাণীদের একদিকে যেমন খাবারের অভাব দেখা দিয়েছে, তেমনই জঙ্গলের মধ্যের তাপমাত্রাও বাড়ছে। ফলে জঙ্গলে থাকা দুর্বিসহ হয়ে উঠছে বন্যপ্রাণীদের পক্ষে। তাই সম্প্রতি খাবারের সন্ধানে এবং একটু ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে জঙ্গল ছেড়ে জঙ্গল লাগোয়া গ্রামের আম বাগানে রামলাল ও ফগলু নামে দুই দাঁতালের শুরু হয়েছে নিয়মিত আনাগোনা। রামলাল ও ফগলু প্রায়ই দিনেরবেলায় চলে আসছে ঝাড়গ্রামের শালবনি এলাকার আম বাগানে, এরপর সারাদিন আম বাগানেই ঘোরাফেরা, খেলাধুলা চলে ওদের। কখনও মানুষের মত পানীয় জলের কলে জলপান করছে, কখনও আবার গায়ে জল ছিটিয়ে নিচ্ছে গরম থেকে রেহাই পেতে। স্থানীয় মানুষজন জানায়, রামলাল ও ফগলু প্রায়ই এই আম বাগানে আসে। কোনো রকম ভাবে সাধারণ মানুষের কোন ক্ষতি করেনা, কারন এখানে তারা আপন খেয়ালে থাকে। কেউ তাদেরও জ্বালাতনও করে না। গরমের সময় সারাদিনই এই বাগানে গাছের ছায়ায় থেকে সন্ধ্যে নামতেই তারা আবার ফিরে যায় নিজেদের পুরানো ডেরা গভীর অরণ্যে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: গরমের হাত থেকে রেহাই পেতে আম বাগানে রামলাল, ফগলু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল