প্রসঙ্গত, গত বছর ২০২১ সালে ২৬ শে ফেব্রুয়ারি একটি দলছুট হাতি মানুষের তাড়া খেয়ে ঢুকে পড়েছিল মেদিনীপুর শহরের মধ্যে। সেদিন সন্ধ্যে থেকে মধ্য রাত্রি পর্যন্ত শহর জুড়ে তাণ্ডব চালিয়েছিল একটি দলছুট হাতি। পরে পুলিশ ও বন দফতরের আধিকারিক ও কর্মীদের আপ্রাণ চেষ্টার পর হাতিটিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে ট্র্যাঙ্কুলাইজ (ঘুমপাড়ানি ইনজেকশন) করে ক্রেনের সাহায্যে বেঁধে জঙ্গলে নিয়ে গিয়ে ছাড়া হয়। তাই দ্বিতীয়বার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য শহর লাগোয়া জঙ্গল গুলিতে এই বৈদ্যুতিক বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেন বন বিভাগ। তবে এখনও সেই কাজ সম্পন্ন হয়নি।
advertisement
বনাধিকারিক জানান, বৈদ্যুতিক বেড়া দেওয়ার কাজ সবে মাত্র শুরু হয়েছে। বিদ্যুতের স্পর্শে যাতে কোনো হাতির কোনোরকম ক্ষতি না হয়, তাই ভোল্টেজের মাত্রা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সংযুক্ত করা হবে বৈদ্যুতিক বেড়ায়।