এই বিষয়ে CISR দুর্গাপুরের ডাইরেক্টর হরিশ হীরানি জানান, "আমরা তৈরি করার পর পর্যবেক্ষণ করে দেখলাম এটা বিশ্বের বৃহত্তম সোলার ট্রি। এর আগে UK তে সোলার ট্রি তৈরী হয়েছিল, যেটি ছিল ১০.৭ কিলোওয়াট। আর এখানে যেটি তৈরী করা হয়েছে সেটি ১১.৫ কিলোওয়াট।" তিনি আরও জানান, জীবাশ্ম জ্বালানির তুলনায় এই সোলার ট্রি টি ১০-১২ টন কম CO2 উৎপাদন করে এবং এর আই ও টি নির্ভরশীল প্রযুক্তি চালনা করবার ও ক্ষমতা রয়েছে। যেমন CCTV ক্যামেরা, পরিবেশের আদ্রতা পরিমাপ, বায়ুর গতি, বৃষ্টিপাতের পূর্বাভাস ইত্যাদি।
advertisement
Location :
First Published :
Mar 04, 2022 7:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : মেদিনীপুরের রাজা এন.এল খান মহিলা মহাবিদ্যালয়ে বিশ্বের সর্ববৃহৎ সোলার ট্রি স্থাপন করলো CISR দুর্গাপুর