জমি পরিদর্শনের পর প্রস্তাবিত ওই ৭ একর জায়গার ছবিও তুলে নিয়ে যান সিএবি প্রেসিডেন্ট। জেলার ক্রীড়া সংগঠনের সদস্যদের তিনি জানান, স্টেডিয়ামের স্কেচ বা নকশা করে পাঠানোর জন্য। তা তিনি রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। সাংবাদিকদের অভিষেক এও জানান, রাজ্য সরকার খেলাধুলার মানোন্নয়নে প্রভূত কাজ করছে। এর ফলে জঙ্গলমহল সহ প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসছে। তাঁরা কলকাতা এবং ভিন রাজ্যে খেলছেন। ভবিষ্যতেও, জেলা থেকে বাছাই করা ক্রিকেটারদের রাজ্যস্তরে সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই মেদিনীপুরের এই দ্বিতীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে। প্রস্তাবিত জমিটি দেখেও তিনি সন্তোষ প্রকাশ করেন। পশ্চিম মেদিনীপুর জেলায় বড় মাপের স্টেডিয়াম হলে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল সহ একাধিক জেলার ক্রিকেট খেলোয়াড়রা খেলাধুলার দিক দিয়ে অনেকখানি উপকৃত হবে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।
advertisement