TRENDING:

Paschim Medinipur: সাতসকালেই ভাদুতলার জঙ্গল থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ 'বিবস্ত্র' মৃতদেহ

Last Updated:

সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে শালবনী থানার অন্তর্গত চৈতা এলাকার স্থানীয় লোকজন জঙ্গলে পাতা কুড়োতে যাওয়ার সময় অগ্নিদগ্ধ অবস্থায় ঐ মহিলার নগ্ন মৃতদেহটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শালবনী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর : সোমবার সাত সকালেই জেলার শালবনী ব্লকের ভাদুতলা সংলগ্ন চৈতার জঙ্গল থেকে এক মধ্যবয়স্কা মহিলার অগ্নিদগ্ধ ও 'নগ্ন' মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়। তবে, মহিলার নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৩০-৩৫। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ (Police) সূত্রে। মঙ্গলবার সকালের এই ঘটনা-কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! স্থানীয় মানুষদের অনুমান, ঐ মহিলা স্থানীয় নয়, বহিরাগত ঐ মহিলাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ (Police)।
জঙ্গল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ
জঙ্গল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ
advertisement

সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে শালবনী থানার অন্তর্গত চৈতা এলাকার স্থানীয় লোকজন জঙ্গলে পাতা কুড়োতে যাওয়ার সময় অগ্নিদগ্ধ অবস্থায় ঐ মহিলার নগ্ন মৃতদেহটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শালবনী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ (Police)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। অজ্ঞাত পরিচয় ঐ মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে শালবনী থানার পুলিশ। তবে, সম্পূর্ণ বিবস্ত্র (নগ্ন) মহিলার অর্ধদগ্ধ দেহ দেখে প্রাথমিক অনুমান কেউ বা কারা হত্যা করেছে বছর ৩০-৩৫ এর ঐ মহিলাকে! শালবনীর মতো শান্ত এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই আনুমানিক ৩০/৩৫ বছর বয়সের কোনো মহিলা নিখোঁজ আছে কিনা, তা তদন্ত করে দেখছে শালবনী থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চৈতা, ভাদুতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: সাতসকালেই ভাদুতলার জঙ্গল থেকে উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ 'বিবস্ত্র' মৃতদেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল