বুধবার খড়গপুর মহকুমা শাসকের অফিসে জহর লাল পালের সঙ্গে হাজির ছিলেন প্রদীপ সরকার সহ অন্য বেশ কিছু তৃণমূল প্রার্থী ও অগণিত সমর্থক। সেই সময় খড়গপুর শহরের বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির হন অভিনেতা হিরণও। তখনই তিনি দেখতে পান প্রবীণ তৃণমূল নেতা জহর লাল পাল কে। এরপরই 'জহর দা' বলে তিনি সটান চলে যান তাঁর কাছে এবং ঝুঁকে তাঁর পা ছুঁয়ে নিয়ে আশীর্বাদ চেয়ে নেন আসন্ন লড়াইয়ের জন্য। ঘটনায় প্রথমে হতচকিত হয়ে যান জহর। তারপর পরিস্থিতি সামলে নিয়ে দু'হাতে তুলে ধরেন হিরণ কে। মৃদু হেসে হাত রাখেন মাথায়। লড়াইয়ে হার জিত যাই হোকনা কেন, এই মুহুর্ত খানি মোবাইল বন্দি করলেন দু'দলের সমর্থকরাই। রাজনীতিতে এধরনের সৌজন্য বিরল বৈকি।
advertisement
Location :
First Published :
February 09, 2022 9:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : আবারও রেলশহর খড়্গপুরে দেখা গেলো সৌজন্যতার রাজনীতি, তৃণমূল প্রার্থীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী