TRENDING:

West Medinipur News : আবারও রেলশহর খড়্গপুরে দেখা গেলো সৌজন্যতার রাজনীতি, তৃণমূল প্রার্থীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী

Last Updated:

লড়াইয়ে নামার আগে প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জহর লাল পালের পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি প্রার্থী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- রবি শঙ্কর পান্ডে লড়াইয়ে নেই, লড়াইয়ে নেই মুনমুন চৌধুরী বা দেবাশিসও। লড়াইয়ে রয়েছেন প্রদীপ সরকার, খড়গপুরের বিদায়ী বোর্ডের চেয়ারম্যান তথা পুর প্রশাসক কিন্তু সে লড়াইয়ে জোশ নেই, কারণ সে লড়াই তার নিজের দলের সঙ্গেই তাঁকে লড়তে হবে। লড়াই এখন মধ্য খড়গপুর ছাড়িয়ে প্রান্তিক খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে। লড়াই বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বনাম ২২ বছরের অপারেজেয় প্রবীণ তৃণমূল নেতা তথা প্রাক্তন চেয়ারম্যান জহরলাল পালের। যদিও লড়াই এখানেই শেষ নয়। এই ওয়ার্ড সিপিএমের জেতা, তাই লড়াই সিপিএমের প্রার্থী রেড ভলান্টিয়ার তরুণ তুর্কি মিঠুন দে র সাথেও লড়তে হবে। আর পাশাপাশি লড়াই প্রাক্তন কাউন্সিলর তথা প্রবীণ বামপন্থী নেতা মনোজ ধরের সঙ্গেও। মনোজ ধর লড়ছেন বামপন্থী র হয়ে। সব মিলিয়ে ৩৩নম্বর ওয়ার্ড এখন নেপোলিয়নের শেষ যুদ্ধ ময়দান ওয়াটারলুর মতই। আর সেই লড়াইয়ে নামার আগে প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জহর লাল পালের পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি প্রার্থী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এমনই দৃশ্যের স্বাক্ষী থাকলেন মনোনয়ন জমা দিতে আসা দু'দলের প্রার্থীর সঙ্গে আসা অগণিত কর্মী সমর্থক।
advertisement

বুধবার খড়গপুর মহকুমা শাসকের অফিসে জহর লাল পালের সঙ্গে হাজির ছিলেন প্রদীপ সরকার সহ অন্য বেশ কিছু তৃণমূল প্রার্থী ও অগণিত সমর্থক। সেই সময় খড়গপুর শহরের বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির হন অভিনেতা হিরণও। তখনই তিনি দেখতে পান প্রবীণ তৃণমূল নেতা জহর লাল পাল কে। এরপরই 'জহর দা' বলে তিনি সটান চলে যান তাঁর কাছে এবং ঝুঁকে তাঁর পা ছুঁয়ে নিয়ে আশীর্বাদ চেয়ে নেন আসন্ন লড়াইয়ের জন্য। ঘটনায় প্রথমে হতচকিত হয়ে যান জহর। তারপর পরিস্থিতি সামলে নিয়ে দু'হাতে তুলে ধরেন হিরণ কে। মৃদু হেসে হাত রাখেন মাথায়। লড়াইয়ে হার জিত যাই হোকনা কেন, এই মুহুর্ত খানি মোবাইল বন্দি করলেন দু'দলের সমর্থকরাই। রাজনীতিতে এধরনের সৌজন্য বিরল বৈকি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : আবারও রেলশহর খড়্গপুরে দেখা গেলো সৌজন্যতার রাজনীতি, তৃণমূল প্রার্থীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল