ভুবন ভবিষ্যতেও গান বাজনা নিয়েই থাকতে চাইছে! তবে, সমাজ মাধ্যমের দৌলতে, হঠাৎ করেই বিখ্যাত হয়ে যাওয়া ভুবন বাদ্যকরের সেই স্বপ্ন কতখানি পূরণ হবে তা ভবিষ্যতই বলবে। প্রসঙ্গত উল্লেখ্য, নিজের তৈরি গান গেয়ে বাদাম বিক্রি করতেন ভুবন। সেই বাদাম বিক্রি করার সময় তাঁর গাওয়া 'আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম' গানটি কেউ কেউ মোবাইলে ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই গান নিমেষে ভাইরাল হয়ে যায় সর্বত্র। এরপরই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ভুবন বাদ্যকরের। বিভিন্ন ইউটিউবাররা তাঁর গান নতুন নতুন ভাবে রেকর্ড করে ছাড়তে শুরু করেন ইউটিউবে। ক্রমশই ভারত জুড়ে বিখ্যাত হয়ে ওঠেন ভুবন।
advertisement
সেই ভুবন বাদ্যকরকে নির্বাচনী প্রচারের ময়দানে কাজে লাগাল তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা থেকে চন্দ্রকোনা পৌরসভা সর্বত্র তিনি চুটিয়ে প্রচার করলেন মঙ্গলবার ও বুধবার। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার ১১, ১২, ১৫ নং ওয়ার্ডের পর, বুধবার সাতসকালে চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী'র সমর্থনে প্রচার করলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর। এরপরই, দুপুরে মেদিনীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রার্থী ডাঃ গোলোক বিহারী মাজি'র সমর্থনে রোড শো করেন। তাঁকে ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো! মেদিনীপুর শহরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর অকপটে স্বীকার করলেন, তাঁর অন্তর-ইচ্ছার কথা, তিনি আর 'বাদাম বিক্রি' করতে যেতে চাননা, বরং 'গান বাজনা' নিয়েই থাকতে চান।