বিচারক ধৃতের দু দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সেই মতো মঙ্গলবার পুনরায় আসামি সোমনাথ ঘড়ুইকে আদালতে পেশ করার কথা। কিন্তু তার আগে সোমবার সকালে পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত সোমনাথ অস্বাভাবিক আচরণ করতে থাকে লক আপের মধ্যে।একপ্রকার বাধ্য হয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাকে লক আপ থেকে বের করে বাইরে বসায়।আর সেই সময় কর্তব্যরত আধিকারিক অন্যান্য মামলার তদারকি করার সময়, আধিকারিকের অন্যমনস্কতার সুযোগ নিয়ে থানা থেকে বেরিয়ে পালায় সোমনাথ বলে সূত্রের খবর।এরপর সেই সোমবার থেকে সোমনাথের খোঁজে এলাকায় তল্লাশি করতে থাকে বেলদা থানার পুলিশ। পার্শ্ববর্তী থানাগুলি এবং তাঁর এলাকার ইনফর্মারদেরও সতর্ক করা হয়। কিন্তু এলাকায় চিরুনি তল্লাশি করেও প্রায় চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও তার খোঁজ পায়নি তারা। প্রশ্ন ওঠে কর্তব্যরত পুলিশের গাফিলতির অভিযোগ। তবে অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি প্রক্রিয়া জারি ছিল। অবশেষে বুধবার সন্ধ্যা নাগাদ সূত্র মারফত খবর পেয়ে বেলদা থানার স্টেশন সংলগ্ন এলাকা থেকে আবারও গ্রেফতার করা হল অভিযুক্ত সোমনাথকে। তবে এবারে যাতে আর অভিযুক্ত পালিয়ে যেতে না পারে তার জন্য আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তারা। বৃহস্পতিবার আবার পুনরায় অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
advertisement