বিজেপির তরফ থেকে দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সোমবার রাতে কয়েকজন যুবক অভিষেক আগরওয়ালের পোস্টারে থাকা প্রার্থীর মুখে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগাতে। প্রার্থী অভিষেক আগারওয়াল অভিযোগ করেন, "তৃণমূল প্রার্থীর প্রচারের স্টিকার তৃণমূল কর্মী সমর্থকদের কাছেই রয়েছে। তৃণমূল গণতন্ত্রের গলা টিপে দিয়ে জোর করে ভোটে জিততে চাইছে। বিজেপি কর্মীরা যাতে ভোট প্রচার না করতে পারে, তার জন্য এসব কাজ করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাই এলাকার সমস্ত মানুষকে তৃণমূলের এই চরিত্রের কথা তুলে ধরবো ভোট প্রচারের মাধ্যমে।" বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, পুলিশ এবং নির্বাচন কমিশন নীরব। তিনি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বেকে জানিয়েছেন বলে জানান।
advertisement
অন্যদিকে তৃণমূল প্রার্থী রমেশ আগরওয়াল দাবি করেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে ভোটে জিততে চাইছে। বিজেপি প্রার্থী অভিষেক আগরওয়াল, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এবং নিজেদের প্রচার আলোয় আনার জন্য এইসব কাজ নিজেরাই করে বেড়াচ্ছে, তৃণমূলের কেউ কখনো এই ধরনের কাজ করেনা।